খুলনায় হরিণের চামড়াসহ পাচারকারী গ্রেফতার

খুলনায় হরিণের চামড়াসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৪৮ ইঞ্চি লম্বা এবং ২৪ ইঞ্চি চওড়া একটি হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকেলে বটিয়াঘাটা উপজেলার গাঁওঘারা-গজালিয়া সেতুর ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এনামুল হক জানান, গ্রেফতারকৃতরা ট্র্যাভেল ব্যাগে করে হরিণের একটি চামড়া নিয়ে সুন্দরবন থেকে খুলনার দিকে যাচ্ছিল। এসময় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, খুলনার পাইকগাছা উপজেলার ফকিরাবাদ গ্রামের মৃত হাসান শেখের ছেলে রকিবুল শেখ (৩৪) ও ভোলার দক্ষিণ আইচা উপজেলার ঢালচর গ্রামের মৃত. মোফাজ্জেল পাটোয়ারীর ছেলে শাহীন পাটোয়ারী (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিক্রির উদ্দেশ্যেই তারা হরিণের চামড়াটি নিয়ে যাচ্ছিল।

/এনএস/ এএইচ/আপ/এআর/