শিক্ষার্থীদের বাস ভাঙচুর: প্রধান আসামির গ্রেফতার দাবিতে বিক্ষোভ

mymensingh pic-1, (11-12-16)জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শিক্ষার্থীদের বাস ভাঙচুরের ঘটনায় ক্লাশ বর্জন করে প্রধান আসামি রাফির গ্রেফতার দাবিতে ময়মনসিংহে সড়ক  বরোধ করে  বিক্ষোভ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। রবিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করে। ফলে গাঙ্গিনারপাড় মোড়ে শত শত যানবাহন আটকা পড়ে। পরে তারা শহরের বিভিন্ন রাস্তায় বিক্ষোভ মিছিল করে।

আন্দোলনরত শিক্ষার্থী সবুজ খান জানান, বাস ভাঙচুরের মূলহোতা প্রধান আসামি রাফি গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

অপর শিক্ষার্থী রিয়াদ জানান, ঘটনার তিন দিনেও আসামি গ্রেফতার না হওয়ায় শিক্ষার্থীরা হতাশ। মূল আসামিকে গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলন চলবে।

mymensingh pic-2, (11-12-16)জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. জাহিদুল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবারের বাস ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. হুমায়ুন কবীর বাদী হয়ে রাফিকে প্রধান আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছেন। এ মামলায় মিঠুন নামে রাফির এক সহযোগীকে 

পুলিশ আটক করতে পারলেও রাফি এখনও গ্রেফতার হয়নি। প্রধান আসামি গ্রেফতার না হওয়ায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে আজ  আন্দোলনে নেমেছে। তবে তারা যেন কোনও ধ্বংসাত্মক কর্মকাণ্ড করতে না পারে সে বিষয়টি আমরা দেখছি।’  

mymensingh pic-3, (11-12-16)কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘নাশকতা ঠেকাতে আমরা মিছিলের সঙ্গেই ছিলাম। এই ঘটনায় ৯ ডিসেম্বর রাতে একজনকে গ্রেফতার করেছি। এখন শণাক্ত করার চেষ্টা করছি সেই প্রকৃত আসামি কিনা।’

বৃহস্পবিার (৮ ডিসেম্বর) তুচ্ছ ঘটনার জেরে ময়মনসিংহ শহরের নতুন বাজার বাউন্ডারি রোড এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাস ভাঙচুর করে শহরের নওমহল এলাকার রাফি ও তার সহযোগীরা। এ সময় বাসচালক জহিরুল, কর্মচারী, শিক্ষার্থী তনুশ্রী, মিথিলা ও খুকুমনি আহত হন।

/বিটি/