ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

দুর্ঘটনা



ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাক্টর ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার বেলা সোয়া ১২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গৌরীপুরের বিশ্বনাথপুরের ইছাহাক আলীর স্ত্রী মনোয়ারা বেগম (২৭), তার ছেলে সাকিব (৬), মা ফাতেমা বেওয়া (৫৫) ও নান্দাইল উপজেলার চারআনী গ্রামের মাহতাব আলীর ছেলে সিএনজি অটোরিকশা চালক চাঁন মিয়া।

আহতরা হলেন নিহত মনোয়ারারা স্বামী ইছাহাক আলী ও তার ৭ মাসের শিশু কন্যা খাদিজা আক্তার। ঘাতক ট্রাক্টরটি ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ এলাকা থেকে আটক করেছে পুলিশ।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বাংলা ট্রিবিউনকে জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো ময়মনমিংহ মেডিক্যাল কলেজের ফরেন্সিক বিভাগে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, হতাহতরা ময়মনসিংহ থেকে সিএনজি অটোরিকশা করে গ্রামের বাড়ি ফিরছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন:

চাঁদপুরে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত

/বিটি/এআর/