বাকৃবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

কৃষি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ছাত্রলীগবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সমর্থিত দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সংগঠনের প্রায় ১০ কর্মী আহত হয়। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের কামাল রঞ্জিত (কেআর) মার্কেটে এ ঘটনা ঘটে। তবে শুক্রবার ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টির সমাধান করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাকৃবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সমর্থিত হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের শেখ মারুফ, ইমতিয়াজ আবির, দুর্বার, কামরুলসহ ২০-৩০ জন কর্মী, শহীদ নাজমুল আহসান হলের সভাপতি সমর্থিত কর্মীদের মারধর করে। এতে শহীদ নাজমুল আহসান হলের মেহেদী, সাব্বিরসহ ৫-৬ জন কর্মী আহত হয়।
এরপর রাতে শহীদ নাজমুল আহসান হলের ছাত্রলীগ নেতাকর্মীরা রামদা, লাঠি-সোটা নিয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের নেতাকর্মীদের মারার জন্য বের হয়। এসময় সিনিয়র নেতাদের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনায় বসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

বাকৃবি ছাত্রলীগের সভাপতি মো. সবুজ কাজী ও সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল বলেন, ‘কর্মীদের ব্যক্তিগত সমস্যার কারণে এ ঘটনা ঘটেছে। আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেনও বলেন, ‘বিষয়টি আলোচনা করে সুরাহা করে দেওয়া হয়েছে। ঘটনার পুনরাবৃত্তি হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

/এমও/