ফুলবাড়ীয়া উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনায় মামলা

ময়মনসিংহফুলবাড়ীয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসাইনের ওপর হামলার ঘটনায় ফুলবাড়িয়া থানায় পাঁচজনের নামে ও আরও ৫/৭ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) এই মামলা দায়ের করেন সারোয়ারের বড় ভাই আনোয়ার হোসেন।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন- উপজেলার জোরাবাড়িয়ার চান মিয়ার ছেলে মিলন মিয়া (২৩), লাহেরীপাড়ার চান মিয়ার ছেলে এনামুল হক (২২), পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাবুল মিয়ার ছেলে রাকিব হাসান (২১), ৮ নম্বর ওয়ার্ডের হেকমত আলীর ছেলে মোছা আলম (২৩) ও ভাটিপাড়ার সুরুজ্জামানের ছেলে শফিকুল ইসলাম রাজু (২০)।
মামলা দায়েরের পর পুলিশ রবিবার রাতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি শফিকুল ইসলাম রাজুকে গ্রেফতার করেছে।
ফুলবাড়ীয়া থানার ওসি রিফাত খান রাজিব জানান, রাতেই অভিযান চালিয়ে রাজু নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে আসামিকে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

এদিকে সারোয়ারের ওপর হামলাকারীদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবিতে আল্টিমেটাম দিয়ে আন্দোলনে নেমেছে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা। এনিয়ে ছাত্রলীগ উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম রাকিব বাংলা ট্রিবিউনকে জানান, হামলাকারী সন্ত্রাসীরা ছাত্রলীগের কোনও নেতাকর্মী না, তারা ভাড়াটে সন্ত্রাসী। আসামিদের গ্রেফতারে পুলিশ প্রশাসনকে ৭২ ঘণ্টার সময় দেওয়া হয়েছে। এরমধ্যে আসামিদের গ্রেফতারে পুলিশ ব্যর্থ হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

প্রসঙ্গত, উপজেলা ও পৌর ছাত্রলীগের আভ্যন্তরীণ কোন্দলের জেরে মিলনের নেতৃত্বে সন্ত্রাসীরা শনিবার (১৪ জানুয়ারি) রাতে উপজেলা সদরে হাজী ছাবেদ প্লাজার গলিতে ডেকে নিয়ে সারোয়ারকে কুপিয়ে গুরুতর আহত করে । বর্তমানে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/এআর/