টিকেট কালোবাজারির দায়ে একজনের কারাদণ্ড

রাঙামাটিতে ৫ জঙ্গির দশ বছরের জেলজামালপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে আন্তঃনগর ট্রেনের টিকেট কালোবাজারির অপরাধে একজনকে চার মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাত ১০টায় স্টেশন মাস্টার মো. জহুরুল ইসলামের অফিস কক্ষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ এ দণ্ডাদেশ প্রদান করেন।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে টিকেটের অতিরিক্ত মূল্য চাওয়াকে কেন্দ্র করে ট্রেন যাত্রীদের সঙ্গে টিকেট কালোবাজারিদের হাতাহাতির ঘটনা ঘটে।
খবর পেয়ে রেলওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) আকবর হোসেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আন্তঃনগর ট্রেনের বেশ কয়েকটি টিকেট ও টিকেট বিক্রির টাকাসহ মো. লিটনকে (৩০) আটক করেন। পরে রাত ১০টায় ভ্রাম্যমাণ আদালত টিকেট কালোবাজারিকে উপরোক্ত সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত লিটন জামালপুর সদর উপজেলার সাহাপুর গ্রামের আরব আলীর ছেলে।
/এমও/