ঢাকায় অপহৃত দুই জনকে যমুনার দুর্গম চর থেকে উদ্ধার, অস্ত্রসহ ৩ অপহরণকারী আটক

জামালপুরজামালপুরে যমুনার দুর্গম চরাঞ্চলে অভিযান চালিয়ে অস্ত্র, গুলিসহ তিন অপহরণকারীকে অটক করেছে র‌্যাব। এসময় উদ্ধার করা হয় দুই অপহৃতকে। তাদের রাজধানী থেকে অপহরণ করা হয়েছিল।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১৪ এর অধিনায়ক লে. কর্নেল শরিফুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে জানান, একটি শক্তিশালী অপহরণ চক্র বিভিন্ন কায়দায় দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজনকে অপহরণ করে জামালপুরের দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার দুর্গম চরাঞ্চলে আটকে রেখে মুক্তিপণ আদায় করে আসছিল। এই চক্রটি গত ৮ ফেব্রয়ারি ঢাকার গুলশান এলাকার এসি মেরামতকারী প্রতিষ্ঠান সুইফ টেক্স সুলতান এর কর্মী মো. রনি ও আব্দুল্লাহ আল ফুয়াদকে এসি মেরামতের কথা বলে জামালপুর নিয়ে আসে। পরে তাদের দেওয়ানগঞ্জের দুর্গম চর ফুটানী বাজার এলাকায় নিয়ে আটকে রেখে প্রতিষ্ঠানের মালিকের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

বিষয়টি সুইফ টেক্স ম্যানেজার ইয়াকুব আলী র‌্যাবকে জানালে র‌্যাব ১৪ এর কোম্পানি কমান্ডার হায়াতুল ইসলাম খানের নেতৃত্বে একটি দল শুক্রবার ভোরে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার গুঠাইল চর এলাকায় অভিযান চালায়। সেখান থেকে অপহৃত রনি ও আব্দুল্লাহ আল ফরহাদকে উদ্ধার করে এবং অপহরণকারী চক্রের তিন সদস্য সাজ্জাদ হোসেন, আনোয়ার হোসেন ও বাদল শেখকে আটক করে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ৫টি মোবাইল সেট ও নগদ ১৬ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জামালপুর ও গাইবান্ধা জেলার বিভিন্ন থানায় হত্যা, অপহরণ ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

/এফএস/ 

আরও পড়ুন- 


নতুন আসা রোহিঙ্গাদের তালিকা তৈরি হবে ৬ মাসের মধ্যে