নেত্রকোনায় মূর্তিসহ প্রতারক চক্রের ৫ সদস্য আটক

Picture Netrokona-1নেত্রকোনায় স্বর্ণের মূর্তি বলে পিতলের মূর্তি বিক্রি করা প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি পিতলের মূর্তি উদ্ধার করা হয। শনিবার সকালে অভিযান চালিয়ে নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলা ও পাশ্ববর্তী ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।





আটককৃতরা হলেন- নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের চাপান গ্রামের গিয়াস উদ্দিন (৫০), নেত্রকোনা সদরের নারায়ণপুর গ্রামের সোহরাব মিয়া (৩০), বাংলা ইউনিয়নের সাইফুল ইসলাম (৩৫), পূর্বধলা উপজেলার জাফুনিয়া গ্রামের মো.তাহের (৩৯) ও ময়মনসিংহের গৌরিপুর উপজেলার বড়ইকান্দি এলাকার কাশেম(৩৫)।
নেত্রকোনা ডিবি পুলিশ সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের পরিদর্শক নাজমূল হাসানের নেতৃত্বে একটি দল নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলা ও পাশ্ববর্তী ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করে। এসময় আটকদের কাছ থেকে তিনটি পিতলের মূর্তি ও নগদ ৫০ হাজার টাকা জব্দ করেছে পুলিশ।
নেত্রকোনা ডিবি পুলিশের পরির্দশক নাজমূল হাসান জানান, প্রতারক চক্রটি পিতলের মূর্তি গুলোকে স্বর্ণের মূর্তি বলে বিক্রির জন্য পরিকল্পনা করছিল। এ সংবাদ শুনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

/এআর/