ছাত্রলীগের কেউ জঙ্গি হলেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

ময়মনসিংহে স্বরাষ্ট্রমন্ত্রীময়মনসিংহের কালিবাড়ি এলাকা থেকে জিহাদি বই ও ইলেকট্রনিক সামগ্রীসহ ‘জঙ্গি’ সন্দেহে আটক সাতজনের মধ্যে ছাত্রলীগের কর্মীও রয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘আইন সবার জন্যই সমান। ছাত্রলীগের কেউ যদি জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পরে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’  

বুধবার (৫ এপ্রিল) দুপুরে নেত্রকোনা যাওয়ার পথে ময়মনসিংহ পুলিশ সুপার কার্যালয়ের পাশে সিসি ক্যামেরা নেটওয়ার্ক প্রকল্প পরিদর্শন শেষে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় আরও বলেন, ‘জঙ্গিবাদ শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের সমস্যা। আজ সারা বিশ্ব জঙ্গিদের আক্রমণে আক্রান্ত হচ্ছে। আমরা বাংলাদেশে জঙ্গিদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। জঙ্গিরা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। ইসলামকে ধ্বংস করতে চায়। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে এদের প্রতিহত করতে হবে।’

পহেলা বৈশাখ নির্বিঘ্নে পালনের জন্য সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ‘পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসব নির্বিঘ্নে পালনের জন্য সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে ঢাকাসহ সারাদেশে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। জনগণের সহযোগিতায় বৈশাখী উৎসবে কোনও সমস্যা হবে না।’

এসময় বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে সোমবার (৩ মার্চ) শহরের কালিবাড়ি রোডে জঙ্গি সন্দেহে গ্রেফতারকৃত সাত জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্ত করবেন জেলা গোয়েন্দা দফতরের ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম। বুধবার বিকালে সাত জনকে আদালতে সোপর্দ করে আদালতের কাছে রিমান্ড চাওয়া হবে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম।

উল্লেখ্য আটক সাত জঙ্গির মধ্যে দিঘিরপাড় গ্রামের ইকবাল হোসেনের ছেলে আল-আমিন ধোবাউড়া ইউনিয়ন ছাত্রলীগের নেতা। সে গত এক বছর ধরে বাঘবেড় ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছে।

/এফএস/

আরও পড়ুন- ময়মনসিংহে আটক জঙ্গি আল-আমিন ছাত্রলীগের নেতা