ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে খালিয়াজুরীতে বিক্ষোভ

নেত্রকোনাক্ষতিগ্রস্ত কৃষকদের ভিজিএফ কার্ড দেওয়াসহ ত্রাণের চাল ওজনে কম দেওয়ার অভিযোগে নেত্রকোনার খালিয়াজুরী সদরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ক্ষতিগ্রস্ত কৃষকরা।




মঙ্গলবার (২ মে) দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম কিবরিয়া জব্বার, জেলা পরিষদ সদস্য আবু ইসহাক, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নিহারেন্দু দেবরায়সহ ক্ষতিগ্রস্ত কৃষকরা।
বিক্ষোভ মিছিল শেষে খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম কিবরিয়া জব্বার খালিয়াজুরীর শতভাগ ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারে ত্রাণ দেওয়াসহ সব ধরণের সুবিধার আওতা ও ত্রাণ বিতরণের অনিয়মের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার আহ্বান জানান।
উল্লেখ্য, সোমবার (১ মে) খালিয়াজুরী সদর ইউনিয়নে ১ হাজার ৬৯০ জন কৃষককে চাল ও নগদ টাকা বিতরণ করা হয়। এসময় তাদের ৩৮ কেজি চাল না দিয়ে ৩০ কেজি ও ২৮ কেজি চাল বিতরণ করা হয়।
/এআর/