ময়মনসিংহ মেডিক্যালের আইসিইউ ইউনিটে আগুন: আরও একজনের মৃত্যু

mymensingh medical icu-2ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটে আগুন লাগার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম সুরুজ মিয়া (৪৮)। বুধবার (২৮ জুন) ভোরে তার মৃত্যু হয়। সুরুজ মিয়ার গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে।
এর আগে মঙ্গলবার (২৭ জুন) বিকাল ৪টার দিকে লাইফ সাপোর্টে থাকা হেলাল উদ্দিন (৫০) মারা যান।
আইসিইউ ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা.আনম ফজলুল হক পাঠান বাংলা ট্রিবিউনকে জানান, লাইফ সাপোর্ট যন্ত্রে আগুন লাগার ঘটনায় ৬ জন রোগীর মধ্যে ৩ জনের অবস্থা সংকটাপন্ন ছিল। মঙ্গলবার হেলাল উদ্দিন মারা যাওয়ার পর আজ ভোরে সুরুজ মিয়া মারা যায়। এছাড়া আরও একজনের অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন তিনি।
এদিকে আগুন লাগার ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি কাজ শুরু করেছেন।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. লক্ষী নারায়ণ মজুমদার জানান, তদন্ত কমিটি আজ সকাল থেকেই তাদের তদন্ত কাজ শুরু করেছেন। এছাড়া বিদ্যুৎ বিভাগ ও গণপূর্ত বিভাগের প্রকৌশলীরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি আরও জানান, খুব শিগগিরই আইসিইউ ইউনিট সচল করার কাজ শুরু করা যাবে।
উল্লেখ্য, মঙ্গলবার (২৭ জুন) সকাল সাড়ে ৯টার সময় আইসিইউ ইউনিটের স্টোর রুমে আগুন লেগে আইসিইউ লাইফ সাপোর্ট যন্ত্রপাতি পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ৬ জন রোগীসহ আটকা পড়া চিকিৎসক ও কর্মচারীদের উদ্ধার করা হয়।
/এআর/