বিপদসীমার ওপরে যমুনার পানি, বন্যা কবলিত জামালপুর

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুর জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ জেলার বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে। শুক্রবার সকালে জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ১৯.৭৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যা (ফাইল ছবি)পানি উন্নয়ন বোর্ডের বাহাদুরাবাদ ঘাটের ওয়াটার রিডার আব্দুল মান্নান জানান, বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ১৯.৭৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল বিপদসীমার মাত্র ৩ সে.মি. ওপরে প্রবাহিত একরাতের ব্যবধানে পানি অনেক বেড়ে গেছে।

যমুনার পানি বাড়ায় ইসলামপুর উপজেলার কুলকান্দি, পাথর্শী, বেলগাছা, চিনাডুলী ও দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি এবং চুকাইবাড়ি ইউনিয়নের কমপক্ষে ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম এহছানুল মামুন জানিয়েছেন, বন্যা মোকাবিলায় আমাদের সব ধরণের প্রস্তুতি রয়েছে। বন্যা কবলিত এলাকায় আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

/এমও/