জামালপুরে যমুনার পানি বিপদসীমার ৩৬ সেন্টিমিটার ওপরে

জামালপুরে যমুনার পানি বিপদসীমার ৩৬ সেন্টিমিটার ওপরে, অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দি (ছবি: ফোকাস বাংলা)জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী জানিয়েছেন, রবিবার (৯ জুলাই) সকালে যমুনার পানি জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ৩৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে শনিবার দুপুরে একই পয়েন্টে যমুনার পানি ছিল বিপদসীমার ৩৪ সেন্টিমিটার ওপরে এবং সন্ধ্যায় ছিল ৩৭ সেন্টিমিটার ওপরে। তবে আজ সকালে এই পয়েন্টে পানি এক সেন্টিমিটার কমে এখন বিপদসীমার ৩৬ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।

এই কর্মকর্তা আরও জানান, যমুনা ছাড়াও ব্রহ্মপুত্র, ঝিনাইসহ শাখা নদীগুলোর পানি ছড়িয়ে পড়ছে নতুন নতুন এলাকায়। সব মিলিয়ে জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার ২০টি ইউনিয়নের অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানির তোড়ে বিভিন্ন স্থানে ভেঙে গিয়ে ইসলামপুর উপজেলার আমতলী-বলিয়াদহ-শিংভাঙ্গা সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মেলান্দহ-মাহমুদ সড়কের ডাইভারশনে পানি ওঠায় ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ। এছাড়া ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে সড়ক বাঁধ ভেঙে জনপদে পানি ঢুকে পড়ছে। বন্যার পানি ওঠায় এখন পর্যন্ত জেলার ২৪ টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিন জানিয়েছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলায় এখন পর্যন্ত ২০ টন চাল ও ২০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

/এফএস/ 

আরও পড়ুন- নির্মাণ শেষের আগেই কমলনগর বাঁধে ধস, নিম্নমানের কাজের অভিযোগ