নেত্রকোনায় বজ্রাঘাতে তিন জনের মৃত্যু

বজ্রাঘাতনেত্রকোনায় পৃথক স্থানে বজ্রাঘাতে এক স্কুলছাত্রসহ তিন জনের মৃত্যু হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) বিভিন্ন সময়ে সদর, কেন্দুয়া ও মদন উপজেলায় এ বজ্রাঘাতের ঘটনা ঘটে।  

নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা যায়, নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের কারলী গ্রামের আব্দুল মজিদের ছেলে চল্লিশা মোক্তাল হোসেন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মোফাজ্জল মিয়া (১৪) রবিবার সকালে বাড়ির সামনে নদীতে মাছ ধরতে গেলে হঠাৎ বজ্রাঘাতে তার মৃত্যু হয়। এদিকে, কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের রতন মিয়া (৩৬) সকালে বাড়ির সামনের বাশুরিয়া হাওরে গরুর জন্য ঘাস কাটতে গেলে বজ্রাঘাতে মারা যান। এদিকে, মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাঘমারা গ্রামের খাজা আলী খানের ছেলে মিলন খান (২০) সকালে বৃষ্টির মধ্যে বাড়ির সামনে হাওরে মাছ ধরতে যান। এ সময় বজ্রাঘাতে তার মৃত্যু হয়।
আরও পড়ুন:

রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করতে মিয়ানমার সেনাদের নয়া কৌশল