জামালপুরে বন্যা সহনশীল ধানের মাঠ দিবস অনুষ্ঠিত

জামালপুরে বন্যা সহনশীল ও রোগবালাই প্রতিরোধক, উচ্চ ফলনশীল ‘এরাইজ এ জেড-৭০০৬’ জাতের ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মেলান্দহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর ও বায়ার ক্রপসায়েন্স লিমিটেড (জামালপুর টেরিটরি) চরবানিপাকুরীরা ইউনিয়নের রায়েরবাকাই গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করে।

জামালপুরে মাঠ দিবসমাঠ দিবসে জামালপুর খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক সাইফুল আজম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদত হোসেন ভুট্টো, কৃষিবিদ মো. মাহফুজুর ইসলাম, কৃষিবিদ চন্দন কুমার মিত্র, কৃষিবিদ মো. হাফিজুর রহমানসহ আরও অনেকে।

এ সময় বক্তারা জানান, ‘এরাইজ এ জেড-৭০০৬’ ধান বন্যার পানিতে ১৫ দিন তলিয়ে থাকলেও তা নষ্ট হয় না। পাশাপাশি তা উচ্চ ফলনশীল ও রোগবালাই প্রতিরোধ করে কৃষকের অধিক ফলন দেয়। মাঠ দিবসে প্রায় ২ শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।