নেত্রকোনা মুক্ত দিবসের শোভাযাত্রায় হাতাহাতি

ব্যানার নিয়ে দাঁড়ানো নিয়ে হাতাহাতি

নেত্রকোনা মুক্ত দিবস (৯ ডিসেম্বর) উপলক্ষে শোভাযাত্রায় অংশ নেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার সকাল ১১টায় নেত্রকোনা শহরের মোক্তারপাড়া পাবলিক হলের সামনে থেকে শোভাযাত্রা বের হওয়ার প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আশরাফ আলী খান খসরু ও সাবেক আওয়ামী লীগ নেতা কর্নেল (অব.) আব্দুন নূর খানের ব্যানার নিয়ে সামানে দাঁড়ানো নিয়ে প্রথমে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয় নেতার পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি হয়। এ সময় পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ব্যানার নিয়ে দাঁড়ানো নিয়ে বাকবিতণ্ডা

নেত্রকোনা মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এই শোভাযাত্রাটি বের করা হয়। পরে স্থানীয় সংসদ সদস্য উপমন্ত্রী আরিফ খান জয়ের অংশগ্রহণের মধ্যে দিয়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন: ১৩ বছর ধরে বন্ধ রোকেয়া স্মৃতিকেন্দ্র, জীর্ণ দশায় চালু লাইব্রেরি