ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় একজন নিহত

৮৭৬০০০

ময়মনসিংহে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় শফিকুল ইসলাম নামে এক অটোরিকশা  যাত্রী নিহত ও আট যাত্রী আহত হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে ফুলবাড়িয়া রুটের দাপুনিয়ায় পচামণ্ডলের বাড়ির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত পাঁচ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলে, উত্তেজিত জনতা আগুন ধরিয়ে  ট্রাকটি পুড়িয়ে দেয়।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ পরিদর্শক শাকের আহমেদ জানান, দুপুরে দাপুনিয়া থেকে দেওখোলা বাজারের দিকে যাওয়ার পথে   যাত্রী বোঝাই অটোরিশাকে পেছন থেকে একটি ই্টবোঝাই ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই অটোযাত্রী শফিকুল ইসলাম মারা যান। আহত ৮ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত কলেজ ছাত্রী জাকিয়া সুলতানা, সিনথিয়া ইয়াসমিন, রুহুল আমিন, আনারুল ইসলাম ও আব্দুর রহিমকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত শফিকের মৃতদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় গ্রামবাসী বাচ্চু ডাক্তার জানান, পচামন্ডলের বাড়ির সামনের সড়কে রাস্তা আটকে ইসলামী সভার জন্য চাঁদা উঠানো হচ্ছিল। অটোরিকশাটি ওই স্থানে দাঁড়ানো ছিল। তারপরও ট্রাকটি অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়।   

আরও পড়ুন: বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত