জামালপুরে পরীক্ষা কেন্দ্রের হল সুপারসহ ৪ শিক্ষক বহিষ্কার

জামালপুরজামালপুর সদর উপজেলার হাজীপুর উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে হল সুপারসহ ৪ শিক্ষককে বহিষ্কার করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আকাশ কুমার। সোমবার হাজীপুর উচ্চ বিদ্যালয়ে ইংরেজি ১ম পত্রের পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে।
বহিষ্কৃতরা হলো- হল সুপার সুলতান হোসেন, আলীমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহেল কাফি, হাজীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজাত আলী, ডেফুলিবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হামিদুল হক এবং হাজীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুনতা হেনা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার হাজীপুর উচ্চ বিদ্যালয়ে ইংরেজি ১ম পত্রের পরীক্ষা চলাকালীন হাসিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের দু’টি কক্ষে একই সঙ্গে বসিয়ে অনৈতিক সুবিধা দিচ্ছিলো অভিযুক্ত শিক্ষকেরা। এসময় কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট আকাশ কুমার ওই কক্ষে প্রবেশ করে অনৈতিক সুবিধা দেওয়ার বিষয়টি টের পান। তাৎক্ষণিক তিনি হল সুপারকে অনৈতিক সুবিধার বিষয়টি জানতে চাইলে তিনি কোনও সদুত্তর দিতে না পারায় তাদের বহিষ্কার করা হয়।