ময়মনসিংহে পুলিশের বাধায় সমাবেশ করতে পারেনি বিএনপি, ৪৪ নেতাকর্মী গ্রেফতার

ময়মনসিংহ

পুলিশের তৎপরতা ও বাঁধার কারণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করতে পারেনি ময়মনসিংহের বিএনপি ও সহযোগী সংগঠণের নেতাকর্মীরা। সকাল থেকেই পুলিশ জেলা বিএনপির কার্যালয় ঘেরাও করে রেখেছে।

বেলা ১২টা পর্যন্ত বিএনপির কোনও নেতাকর্মীকে কার্যালয়ে ঢুকতে বা ঢুকার চেষ্টা করতে দেখা যায়নি। শহরের মোড়ে মোড়ে পুলিশের পাহারা এবং টহলের কারণে নেতাকর্মীরা রাস্তায় নামতে পারেনি। এদিকে গত রাত থেকে সকাল ৮টা পর্যন্ত পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিএনপির ৪৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল হাসান জানান,  শুক্রবার দুপুরে বিক্ষোভ মিছিল থেকে আটক জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করা হয়েছে।  আটক বিএনপি সাধারণ সম্পাদক আবু ওয়াাহাব আকন্দসহ নেতাকর্মীদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হবে।  

 আরও পড়ুন: বিএনপি’র প্রতিবাদ সমাবেশে ছাত্রদলের হাতাহাতি