নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ফাঁসি

নেত্রকোনায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রবিবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম রাশেদুজ্জামান রাজা। এ সময় আরও ২০ হাজার টাকা অর্থদণ্ড ঘোষণা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন ছোয়াব আলী। সে সদর উপজেলার দরুণবালি গ্রামের বাসিন্দা। 

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৬ এপ্রিল নেত্রকোনার সদর উপজেলার দরুণবালি গ্রামের ছোয়াব আলী পারিবারিক কলহের জের ধরে তার চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী শিল্পী আক্তারকে (৩২) শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় নিহত শিল্পীর ভাই স্বপন মিয়া বাদী হয়ে পর দিন নেত্রকোনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ একই বছরের ২৫ জুলাই মামলাটি তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর সাইফুল আলম প্রদীপ বলেন, ‘পুলিশের চার্জশিটের ভিত্তিতে ও সাক্ষ্য-প্রমাণ শেষে, আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়া আদালত এ রায় ঘোষণা করেন।’

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর সাইফুল আলম  প্রদীপ ও আসামিপক্ষে অ্যাডভোকেট মানবেন্দ্র বিশ্বাস উজ্জ্বল।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার-৩