সালিশে মীমাংসা করতে গিয়ে প্রাণ গেলো বিএনপি নেতার

জামালপুরজামালপুর সদরের দিগপাইত ইউনিয়নে সালিশ বৈঠকে মীমাংসা করতে গিয়ে প্রতিপক্ষের আঘাতে প্রাণ দিতে হলো সালিশের মাতব্বর ও স্থানীয় বিএনপি নেতা বাবর আলীর (৪০)। সোমবার (১২ মার্চ) সকাল ১০টায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, দিগপাইত ইউনিয়নের শাহপাড়া গ্রামের কাজেম উদ্দিন ও ময়েজ উদ্দিনের মধ্যে বাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। ওই গ্রামের ব্যবসায়ী ও স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবর আলী নিজে বিরোধ মীমাংসা করার জন্য সোমবার সকাল ১০টার দিকে ময়েজের বাড়ির উঠানে সালিশ বৈঠক বসান। সালিশে উভয়পক্ষের যুক্তিতর্কের একপর্যায়ে দু’পক্ষের মধ্যে ঝগড়া লাগে। একপর্যায়ে ময়েজের একজন সমর্থক কাঠের চলা দিয়ে বাবরের মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়। পরে তাকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পুলিশ ময়নাতদন্তের জন্য বাবরের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
জামালপুর সদরের নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীন বলেন, ‘বাবর আলীর লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে জামালপুর সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’