জামালপুরে বিদুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু, আহত ৪

বিদ্যুৎস্পৃষ্টজামালপুর জেলার ইসলামপুর পৌর এলাকার মধ্য দরিয়াবাদ গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় চার শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসলামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন আবু তাহের (৩০), হাসান (২৯) ও ওবায়দুর (২৮)। গুরুতর আহত হেলাল উদ্দিন (২৮), জুয়েল (২৫), মিথুন (২৮) ও শফিকুলকে (৩০) জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের বাড়ি গাইবান্ধা এবং ময়মনসিংহ জেলায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে বিদ্যুতের লাইন সম্প্রসারণের কাজ করার সময় অসাবধানতায় বিদ্যুতের খুঁটি তারের ওপর পড়ে। এতে তার ছিঁড়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিন শ্রমিক মারা যান।

ইসলামপুর জোনাল অফিসের ডিজিএম ভজন কুমার বর্মণ বলেন, ‘লাইন সম্প্রসারণ কাজের সময় পল্লীবিদ্যুৎকে অবহিত করার নিয়ম থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা করেনি। আমাদের জানালে কাজ চলাকালে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখতাম। ঠিকাদারি প্রতিষ্ঠানের খামখেয়ালিতে এ দুর্ঘটনা ঘটেছে।

ঠিকাদার মো. বায়েজিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ইসলামপুর থানার ওসি শাহীনুজ্জামান খাঁন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।