শেরপুর সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার

শেরপুরে থেকে হাতির মৃতদেহ উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে আবারও একটি বন্যহাতির মৃতদেহ পাওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ জুলাই) সকালে  বনবিভাগের কর্মকর্তারা উপজেলার ভারতীয় সীমান্ত ঘেঁষা কাংশা ইউনিয়নের গুরুচরন দুধনই গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করে।

এর আগে গত ১ মে ঝিনাইগাতী উপজেলার উত্তর গান্ধিগাঁও গ্রাম থেকে আরও একটি হাতির মৃতদেহ উদ্ধার করেন বনবিভাগ।

ঝিনাইগাতী বনবিভাগের তাওয়াকুচা বীট কর্মকর্তা মো. আশরাফুল আলম জানান, সকাল ৯টার দিকে এলাকাবাসীর সংবাদে গুরুচরন দুধনই গ্রামের একটি খোলা মাঠ থেকে বন্যহাতির মৃতদেহটি উদ্ধার করা হয়। এটা দাঁতাল মাদী  (নারী) হাতি। বয়স আনুমানিক ১৫ থেকে ২০ বছর হবে। মৃত হাতিটির শরীরে আঘাতের কোনও চিহ্ন দেখা যায়নি।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে হাতিটির মৃত্যু হতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দীপক কুমার সরকারের তত্ত্বাবধানে দুপুরে ফরেনসিক পরীক্ষার জন্য হাতিটির শরীরের বিভিন্ন অংশ সংগ্রহের পর মৃতদেহটি মাটিচাপা দেওয়া হয় ।

 ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ বন্যহাতির মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।