জমি নিয়ে বিরোধের জেরে কলমাকান্দায় কৃষকের মৃত্যু

নেত্রকোনানেত্রকোনার কলমাকান্দায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে জুলহাস নামে এক কৃষক মারা গেছেন। শুক্রবার (১৩ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।

জুলহাসের বাড়ি উপজেলার সারাকোণা গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, কলমাকান্দার পোগলা ইউনিয়নের সারাকোণা গ্রামের কামরুলের সঙ্গে জুলহাসের ভাই সেলিমের জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার রাতে কামরুল, ওয়াসিম, আলাউদ্দিন, মাহতাবসহ ৮-১০ জন মিলে সেলিমের পরিবারের লোকজনের ওপর হামলা চালায়। হামলায় সেলিম, জুলহাস, শামীম, ইয়াসমিনসহ অন্তত ৫ জন আহত হন। আহতদের মধ্যে জুলহাসকে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান।

কলমাকান্দা থানার ওসি বলেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত হচ্ছে। এ ব্যাপারে নিহতের বাবা আব্দুল হেকিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।