অদক্ষ অটোরিকশা চালকের কারণে জামালপুরে বাড়ছে সড়ক দুর্ঘটনা

জামালপুরে বিপুল সংখ্যায় বৃদ্ধি পেয়েছে সিএনজিচালিত অটোরিকশা। লাইসেন্সবিহীন এক শ্রেণীর অদক্ষ চালকের হাতে চলা এসব অটোরিকশার কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনা। অভিযোগ রয়েছে, এসব চালকের বেশিরভাগই সড়কে যান চলাচলের নিয়ম-নীতি মেনে চলেন না। সিএনজিচালিত অটোরিকশাগুলো জামালপুর-ময়মনসিংহ, জামালপুর-মধুপুর, জামালপুর-ভুয়াপুর, জামালপুর-শেরপুর সড়কসহ জেলার অন্যান্য সড়কগুলোতে বেপরোয়াভাবে চলাচল করে। ফলে প্রায়ই ঘটে সড়ক দুর্ঘটনা। ‘জামালপুর জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের’ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মুকুল জানিয়েছেন, জামালপুর জেলায়সিএনজি চালিত অটোরিকশার সংখ্যা ৫ হাজারেরও বেশি।জামালপুরে অটোরিকশা

ট্রাক চালক মোঃ হীরা সরকার, মিনিবাস চালক মোঃ জয়নাল আবেদীন, বাসচালক রফিকুল ইসলাম রফিক, লরি চালক মোঃ আনিসুজ্জামান,  গণপরিবহনের  যাত্রী সাখাওয়াত হোসেন, শফিকুল ইসলাম খান শফিক ও মিজানুর রহমান মিজান অদক্ষ অটোরিকশা চালকদের নিয়ন্ত্রণে আনার দাবি জানান।  জামালপুর শহরের দড়িপাড়া এলাকার মোঃ আব্দুর রাজ্জাক, পুরাতন বাসস্ট্যন্ড এলাকার আশ্রাব আলী ও ফুলবাড়িয়া এলাকার সুজন মিয়ার কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন, সিএনজিচালিত অটোরিকশাগুলো বেপরোয়াভাবে চালায় এগুলোর অদক্ষ চালকরা। এর ফলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে প্রায়ই। তাছাড়া, স্ট্যান্ড ব্যতীত যেখানে-সেখানে দাঁড়িয়ে যাত্রী উঠায় ও নামায়।

জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীর বিষয়টি স্বীকার করে বলেছেন, এ ব্যাপারে সংশ্লিষ্টদের নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। সিএনজি অটোরিকশা চালকদের লাইসেন্স গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হবে।