মুক্তাগাছায় ক্যাবল সংযোগ কার্যালয়ে হামলা ও লুটপাটের অভিযোগ

01ময়মনসিংহের মুক্তাগাছায় ক্যাবল সংযোগ কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। দুই দফা হামলায় ও লুটপাটে প্রায় ৯৮ লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে বলে দাবি করেছেন

মুক্তাগাছা মিডিয়া ক্যাবল মালিক রঞ্জন গোস্বামী। বৃহস্পতিবার (১৬ আগস্ট) দুপুরের ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এর প্রতিবাদে ও বিচার দাবিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেয় বাংলাদেশ ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন বৃহত্তর ময়মনসিংহের নেতারা।

এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন ময়মনসিংহের জাহিদুল ইসলাম পাপ্পু, শেরপুর জেলার সভাপতি মেহেদী হাসান ছালিম, জামালপুরের আক্তারুজ্জামান ফারুক ও টাঙ্গাইলের জুয়েলসহ আরও অনেকে।

মুক্তাগাছা মিডিয়া ক্যাবল মালিক রঞ্জন গোস্বামী সংবাদ সম্মেলনে বলেন, ‘মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকারের মেয়ের জামাই মাহবুব আলম মনির নেতৃত্বে ৪০-৫০ জনের একটি সন্ত্রাসী বাহিনী ১০ আগস্ট মিডিয়া ক্যাবল কানেকশন কন্ট্রোল রুম কার্যালয়ে প্রবেশ করে ডিশের খাঁচাসহ মেশিনপত্র ভাঙচুর করে। এরপর আবার ১৩ আগষ্ট দ্বিতীয় দফায় হামলা করে কন্ট্রোল রুমের মেশিনপত্রসহ মালামাল লুটপাট করে নিয়ে যায়। এরপর থেকে মুক্তাগাছায় টিভি চ্যানেলের ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।’

সংবাদ সম্মেলনে গোস্বামী আরও বলেন, ‘গত ৬ মাস ধরে অবৈধভাবে মুক্তাগাছায় ময়মনসিংহ মাল্টি ক্যাবল সিস্টেমের মাধ্যমে ডিশ সংযোগ কার্যক্রম শুরু করে মাহবুব আলম মনি । এর জের ধরেই মিডিয়া ক্যাবল কার্যালয়ে হামলা ও লুটপাট চালিয়ে ৯৮ লাখ টাকার মালামাল বিনষ্টসহ চুরি করে নিয়ে যায়। এই ঘটনার পর মুক্তাগাছা থানায় অভিযোগ দেওয়ার পরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।’

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত (ওসি) আলী আহাদ মুল্লা বলেন, ‘এ ব্যাপারে তদন্ত করে আইনিভাবে ব্যবস্থা নেওয়া হবে।’