মারধরের মামলায় শেরপুরে বিএনপি নেতা কারাগারে

আটক হযরত আলীমারধরের মামলায় শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৭ আগস্ট ) মুখ্য বিচারিক হাকিম সুদীপ্ত দাস শুনানি শেষে এ রায় দেন।

প্রায় এক বছর আগে শেরপুর সদর থানায় মামলাটি হয়েছিল। ওই মামলায়  মুখ্য বিচারিক হাকিমের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৪ সেপ্টম্বর শেরপুর সদর উপজেলার বেতমারী ঘুঘুরাকান্দি এলাকায় মারধরের মামলায় বেতমারী ঘুঘুরা কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীসহ  বিএনপির ২৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে,  ২০১৮ সালের ১২ জুন বিএনপির  ২২ জন নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র দায়ের করেন। ওই মামলায় সম্প্রতি  হযরত আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

সোমবার স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করেন।

বিবাদীর আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রাকীব  বলেন, ‘আমরা জেলা জজ আদালতে এ বিষয়ে রিভিউ আবেদন করবো।’