জামালপুরে কালোবাজারে বিক্রি হওয়া ১৯০ বস্তা চাল জব্দ

জামালপুরজামালপুরে সরকারের ১০ টাকা কেজি মূল্যের খাদ্যবান্ধব কর্মসূচির ১৯০ বস্তা চাল জব্দ করেছে সদর উপজেলা প্রশাসন। গত ১১ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মাজহারুল ইসলাম জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নে অভিযান চালিয়ে ১৯০ বস্তা কালোবাজারে বিক্রি করা চাল জব্দ করেন। চালগুলো ঘোড়াধাপ ইউনিয়নে নিয়োজিত ডিলার মো. মতিউর রহমানের বলে তারা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানান, ঘোড়াধাপ ইউনিয়নের স্থানীয় সাবুর মোড়ে ডিলার মো. মতিউর রহমানের দোকান। তিনি মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত হতদরিদ্রদের মাঝে চাল বিক্রি করেন। বিকেলের দিকে দোকান থেকে বিপুল পরিমাণ চাল সরিয়ে ফেলেন তিনি। চালগুলো কালোবাজারে বিক্রি করা হয়েছে বলে স্থানীয়দের সন্দেহ হলে তারা মোবাইল ফোনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মফিজুর রহমানের কাছে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সদর ইউএনও’র নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) এসএম মাজহারুল ইসলাম ও স্থানীয় নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম রাত সাড়ে ৯টার দিকে সাবুর মোড় এলাকায় অভিযান চালান। অভিযানে স্থানীয় ব্যবসায়ী বিল্লাল হোসেন ওরফে বিলু মিয়ার বাড়ি থেকে ৩০ কেজি ওজনের ৮৭ বস্তা, সোলায়মান হোসেনের দোকান থেকে ২০ বস্তা এবং আবুল কালামের বাড়ি থেকে ৮৩ বস্তা, মোট ১৯০ বস্তা চাল জব্দ করা হয়।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাজহারুল ইসলাম বলেন, ‘জব্দ করা চালগুলো খাদ্যবান্ধব কর্মসূচির। প্রাথমিকভাবে ডিলার মো. মতিউর রহমান তার বরাদ্দের চালগুলো কালোবাজারে বিক্রি করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। জব্দকৃত চালগুলো স্থানীয় নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের হেফাজতে রাখা হয়েছে। ডিলার মতিউর রহমানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।’