ত্রিশালে কমিউটার এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত



ময়মনসিংহময়মনসিংহের ত্রিশালের ফাতেমানগর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। এরপর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপার জহিরুল ইসলাম জানান, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিকাল পৌনে ৪টার দিকে কমিউটার এক্সপ্রেস ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসে। রাত ৮টার দিকে ত্রিশালের ফাতেমানগর স্টেশন পার হয়ে আউটার সিগনালের পর কমিউটার ট্রেনের পাওয়ারকার ও গার্ড ব্রেক রুমের দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং ট্রেনটি থেমে যায়। এ ঘটনায় কোনও যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি।

স্টেশন সুপার জানান, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে ময়মনসিংহ স্টেশনে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ও গফরগাঁও স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর যমুনা ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে আছে। লাইন থেকে ট্রেনের বগি উঠাতে উদ্ধারকারী রিলিফ ট্রেন ময়মনসিংহ থেকে রওনা হয়েছে।তবে ট্রেন চলাচল স্বাভাবিক হতে কতক্ষণ সময় লাগবে এ বিষয়ে কিছুই জানাতে পারেননি স্টেশন সুপার।