ভালুকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

বন্দুকযুদ্ধময়মনসিংহের ভালুকা উপজেলার নয়নপুর গ্রামে গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত মোবারক হোসেন (৩৮) তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ও ডাকাত দলের সদস্য। তার কাছ থেকে ২৫০ গ্রাম ইয়াবা, ১টি নাইন এমএম পিস্তল, ১টি পাইপগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

নিহত মোবারক হোসেন নয়নপুর গ্রামের মিয়ার উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা বিভাগের ওসি শাহ কামাল আকন্দ জানান, তার বিরুদ্ধে মাদক, সন্ত্রাসী, ডাকাতি, চুরি ও ছিনতাইসহ ১০টির বেশি মামলা আছে।

তিনি আরও জানান, বুধবার ২২ নভেম্বর রাত ১টার দিকে ভালুকার নয়নপুর গ্রামের রাস্তার ওপরে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকের টাকা ভাগাভাগি করছে- এই খবরে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ইটপাটকেল নিক্ষেপ ও গুলি ছুড়তে থাকে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে তল্লাশি করে গুলিবিদ্ধ মোবারক হোসেনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ সময় গোয়েন্দা পুলিশের ২ সদস্য আহত হয়েছেন।