ময়মনসিংহের পাঁচটি আসনে বিএনপি প্রার্থীদের ভোট বর্জন

49257756_360689908080262_2096347496790884352_nএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগে ময়মনসিংহের পাঁচটি আসনের বিএনপির প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। রবিবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩টায় ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা।

নির্বাচন বর্জন করেছেন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন, ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনের ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ, ময়মনসিংহ-১১ আসনের ফখরুদ্দিন বাচ্চু। তারা চারজনই সংবাদ সম্মেলন করেছেন।

এছাড়া ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জাতীয় ঐক্যফ্রন্ট জোটের বিএনপির প্রার্থী খুররম খান চৌধুরী। তিনি দুপুর দেড়টার দিকে সাংবাদিকদের ভোট বর্জনের কথা জানান। তার ছেলে আবু নাসের চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপি প্রার্থীদের অভিযোগ, শনিবার রাত থেকেই কেন্দ্রে কেন্দ্রে মহাজোটের প্রার্থীর সমর্থকরা ব্যালট পেপারে নৌকা মার্কায় সিল মেরে বাক্স ভরে রাখে। তাদের দাবি, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর বিএনপির এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে।