জামালপুরে জরাজীর্ণ পুলিশ ফাঁড়ি

Jamalpur`s deadly police outpost needs reform Pic-1জামালপুর পৌর শহরের ঐতিহ্যবাহী পুলিশ ফাঁড়ি ভবনটি দীর্ঘদিন ধরে অবহেলিত ও জরাজীর্ণ। জেলা প্রশাসক কার্যালয় চত্বর ও জেলা কারাগারের সামনে অবস্থিত পুলিশ ফাঁড়িটির সংস্কারে নেই কোনও উদ্যোগ।
এই পুলিশ ফাঁড়ির পূর্ব নাম ছিল সিংহজানি মহকুমা পুলিশ ফাঁড়ি। বর্তমানে নাম পরিবর্তিত হয়ে জামালপুর ২ নম্বর পুলিশ ফাঁড়ি হয়েছে। কিন্তু নাম পাল্টালেও অবস্থার উন্নতি হয়নি ফাঁড়িটির অবকাঠামোর।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অবকাঠামো উন্নয়নের দিক থেকে এই ফাঁড়িটির অবস্থান জরাজীর্ণ। দুই কক্ষ বিশিষ্ট টিনের চৌচালা ঘরটির একটিতে বসেন কর্মকর্তা ও অন্যটিতে পুলিশ সদস্যের থাকার ঘর। বর্ষাকালে একটু বৃষ্টিতেই ঘর সয়লাব হয়ে যায় পানিতে।
পুলিশ ইন্সপেক্টর আব্দুল বারি জানিয়েছেন, ফাঁড়িটিতে কর্মরত রয়েছেন একজন সার্জেন্ট, তিন জন টিএসআই, একজন এসআই, দুই জন এটিএসআই, ১১ জন পুরুষ কনস্টেবল, দুই জন মহিলা কনস্টেবল ও মাস্টার রোলের একজন পরিচ্ছন্নতা কর্মী। পুরুষ পুলিশ সদস্যরা কষ্ট স্বীকার করে এই ফাঁড়িতে থাকলেও মহিলাদের জন্য কোনও থাকার ব্যবস্থা নেই। ফলে তাদের থাকতে হয় ভাড়া বাসায়।