সিরিয়াল ভেঙে রোগী না দেখায় নারী চিকিৎসক লাঞ্ছিত

জামালপুরসিরিয়াল ভেঙে রোগী না দেখায় রোগীর স্বজনরা এক নারী চিকিৎসককে লাঞ্ছিত করেছে। জামালপুরের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার (২৭ মে) ঘটনাটি ঘটেছে।

মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে,  সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে  বহির্বিভাগে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিক্যাল অফিসার ডাক্তার শিখা খাতুন রোগী দেখার সময় সিরিয়াল ব্রেক করে তারা মিয়া নামে এক ব্যক্তি তার রোগী দেখতে বলেন। তিনি অপরাগতা প্রকাশ করে অপেক্ষা করতে বলেন। এতে তারা মিয়া ক্ষিপ্ত হয়ে ডাক্তার শিখা খাতুনকে গালিগালাজ করেন। একপর্যায়ে ৫/৬ জন লাঠি নিয়ে তাকে মারার চেষ্টা করে। এসময় অন্যান্য চিকিৎসক, নার্স ও ওয়ার্ড বয়রা এগিয়ে এসে ডাক্তার শিখা খাতুনকে উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তারা মিয়া ও তার লোকজন পালিয়ে যায়।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) আহসান হাবিব বলেন, ‘এরা এতই খারাপ মানুষ যে তারা ডাক্তারকে গালিগালাজ করেছেন। লাঠি নিয়ে মারার চেষ্টাও করেন। এ ঘটনায় থানায় মৌখিকভাবে জানানো হয়েছে। আমরা চিকিৎসকরা মিটিংয়ের পর থানায় মামলা করা হবে।’

মেলান্দহ থানার উপ-পরিদর্শক (এসআই) নীলকমল চক্রবর্তী বলেন, অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই তাদের গ্রেফতার করা হবে।