রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার ১০ বছর পর মুক্তি পেলেন আজমত আলী

রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা পাওয়ার ১০ বছর পর মুক্তি পাওয়া আজমত আলীরাষ্ট্রপতির সাধারণ ক্ষমা করার ১০ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন আজমত আলী মাস্টার। তার বাড়ি জামালপুরের সরিষাবাড়ির পাখিমারা গ্রামে। আপিল বিভাগের নির্দেশে মঙ্গলবার (১৬ জুলাই) জামালপুর কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

একটি হত্যা মামলায় ১৯৮৯ সালে জামালপুর জেলা ও দায়রা জজ আদালত আজমত আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিলের পাশাপাশি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চায় আজমত আলীর পরিবার। ২০০৯ সালে রাষ্ট্রপতি তাকে সাধারণ ক্ষমা করে দেন। মুক্তি পেয়ে তিনি গ্রামের বাড়িতে চলে যান। কয়েক দিন পরই পুলিশ ফের আজমত আলীকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।  

আজমত আলীর মেয়ে বিউটি আক্তার বলেন, ‘রাষ্ট্রপতির নির্দেশের পর আইনি জটিলতা দেখিয়ে বিনা দোষে বাবাকে গ্রেফতার করা হয়। যে কারণে বাবার জীবন থেকে ১০ বছর হারিয়ে গেলো।’

আজমত আলী বলেন, ‘বিনা দোষে আমাকে কারাভোগ করতে হয়েছে। মুক্তি পাওয়াটা আনন্দের। তবে এই ১০ বছর বিনা কারণে কারাগারে থাকার বিচারটি আপনাদের কাছে দিলাম।’

জামালপুর কারাগারের জেল সুপার মকলেছুর রহমান বলেন, আপিল বিভাগের নির্দেশের কপি পাওয়ার মাত্রই তাকে মুক্তি দেওয়া হয়েছে।