এবার মাদক নির্মূলেও সফল হবো: স্বরাষ্ট্রমন্ত্রী

বক্তব্য রাখছেন আসাদুজ্জামান খান কামাল (ছবি– প্রতিনিধি)

মাদকাসক্তদের চিকিৎসা দেওয়ার মাধ্যমে ভালো পরিবেশে ফিরিয়ে আনার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘আমরা দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ দূর করেছি। চলমান শুদ্ধি অভিযানের মাধ্যমে এবার মাদক নির্মূলেও সফল হবো।’

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ পুলিশ লাইনস মাঠে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ময়মনসিংহে কমিউনিটি পুলিশিং যেভাবে চলছে, প্রশংসার দাবি রাখে। এই কমিউনিটি পুলিশিং সারাদেশে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করা হবে। জনগণ যদি পুলিশের কাতারে দাঁড়ায়, কোনও চ্যালেঞ্জই আর চ্যালেঞ্জ থাকবে না।’

মন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকার একটি শান্তিপূর্ণ, সন্ত্রাস-জঙ্গিবাদমুক্ত দেশ রেখে যেতে চায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য। দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, শিগগিরই আমরা উন্নত জাতিতে পরিণত হবো।’

পুলিশ সুপার শাহ আবিদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানী, ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক, সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. লুৎফুল হাসান, নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান, বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান, ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জাদুশিল্পী জুয়েল আইচ প্রমুখ বক্তব্য রাখেন।