শ্রীবরদীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১২

শেরপুরশেরপুরের শ্রীবরদীতে জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে দোলোয়ার হোসেন দেলু (৩৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। শনিবার (২৮ ডিসেম্বর ) সকালে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের হরিণাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বোন শিমু আক্তার বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার এসব তথ্য জানান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, হরিণাকান্দা গ্রামে জমি নিয়ে দীর্ঘদিন ধরে ইব্রাহিম খলিল বাচ্চু ও শাজাহান গংদের সঙ্গে প্রতিবেশী দেলোয়ার হোসেন ওরফে দেলুর বিরোধ চলছিল। শনিবার সকালে প্রতিবেশী লিটনের বাড়ির পাশে রাস্তায় দোলোয়ার হোসেনের সঙ্গে শাজাহানের স্ত্রী লাভলি বেগমের কথা কাটাকাটি হয়। এ সময় ইব্রাহিম খলিল ওরফে বাচ্চু সেখানে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে লাঠি ও দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের ১২-১৩ জন আহত হন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহতদের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আরএমও ডা. তানভির আহমেদ বলেন, ‘আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দেলোয়ার হোসেন দেলু, আজমল হোসেন, বাবু মিয়া ও বিপুল মিয়াকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে বিকালে দেলু মারা যান।

এ ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন—এনামুল হক, আরিফুল হক, সেতু ও মিরা ইয়াছমিন।

পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম (পিপিএম) সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।