ময়মনসিংহে স্ত্রী-কন্যাকে হত্যা মামলায় শফিকুল গ্রেফতার

গ্রেফতারময়মনসিংহে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও কন্যাকে হত্যা মামলায় শফিকুল ইসলাম শাহিনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহ্স্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি মামলার প্রধান আসামি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা বিভাগের ওসি শাহ কামাল।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহিনকে কিশোরগঞ্জ সদর থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে ময়মনসিংহে আনা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে হত্যার মূল রহস্য জানা যাবে।

উল্লেখ্য, গত বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় পারিবারিক কলহের জেরে নগরীর খাগডহর ফকিরবাড়ির নিজ ঘরে স্ত্রী রুমা আক্তার (৩৮) ও ছোট মেয়ে নাফিয়া আক্তারকে (১২) শ্বাস রোধ করে হত্যা করে বলে শফিকুল ইসলাম শাহিনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। তাদের বড় মেয়ে লাবণ্য দেখে ফেলায় তাকেও হত্যার চেষ্টা করা হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে শাহিন পালিয়ে যায়।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে মা ও মেয়ের মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।