নকল সরবরাহের দায়ে ১৫ দিনের জেল

 

জামালপুরজামালপুরের ইসলামপুরে নকল সরবরাহের অপরাধে বহিরাগত এক ছাত্রকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  তার নাম সঙ্গীত ঋষি (২২)। এছাড়া জে জে কে এম স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রের ৪ পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোরাইয়া আক্তার লাকী জানান, রবিবার (৯ ফেব্রুয়ারি) ইসলামপুর উপজেলার নেকজাহান মডেল হাই স্কুলকেন্দ্রে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে নকল সরবরাহের অভিযোগে বহিরাগত ওই ছাত্রকে আটক করা হয়। পরীক্ষা শেষে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পাবলিক পরীক্ষা আইনে ঋষিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সে পৌর এলাকার ঋষিপাড়ার নেপেন ঋষির ছেলে। তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।