বিড়ি শ্রমিকদের বাড়ি পাঠালো ভ্রাম্যমাণ আদালত

Jamalpur Bidi workers were sent home pic-1করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জামালপুরে একটি বিড়ি কারখানার শ্রমিকদের বাড়িতে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কারখানাটিতে প্রায় ৭০ জন নারী ও পুরুষ শ্রমিক কাজ করে। এছাড়া ছুটি না দেওয়ায় এক কর্মচারীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে শহরের বজ্রাপুরে এই অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আকাশ কুমার কুণ্ডু।

এই সময় দোষ স্বীকার করায় কারখানার কর্মচারী মনির হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ১৮৬০ সালের দণ্ডবিধি ২৬৯ ধারায় তাকে এই শাস্তি দেওয়া হয়। পরে জরিমানার টাকা পরিশোধ করে ছাড়া পায় ওই কর্মচারী। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ওই কারখানার শ্রমিক ও কর্মচারীদের করোনা পরিস্থিতিতে বাড়িতে অবস্থানের পরামর্শ দেন।