ইসলামপুরের ইউএনও করোনা আক্রান্ত

 

জামালপুরজামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমানসহ আরও ১৩ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে জেলা সদরে চার জন, সরিষাবাড়ীতে পাঁচ জন, ইসলামপুরে তিন জন এবং দেওয়ানগঞ্জ উপজেলায় একজন রয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৯৩ জন করোনা আক্রান্ত হলেন। জামালপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, মোট আক্রান্ত ১৯৩ জনের মধ্যে জেলা সদর উপজেলার ৫৯ জন, মেলান্দহের ৪৮ জন, ইসলামপুরের ৩০ জন, মাদারগঞ্জের ১৩ জন, বকশীগঞ্জের ১৪ জন, সরিষাবাড়ীর ১৮ জন এবং দেওয়ানগঞ্জের ১১ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা যায়, জেলায় সর্বশেষ নমুনা সংগ্রহ হয়েছে ৯৪টি, মোট নমুনা সংগ্রহ  করা হয়েছে দুই হাজার ৯৭৭ জনের। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দেওয়ানগঞ্জে একজন, মেলান্দহে একজন এবং নমুনা পরীক্ষার আগে ইসলামপুরে দু'জনসহ মোট চার জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

বর্তমানে জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ৪১ জন, হোম আইসোলেশনে আছেন ৩৬ জন। মেডিক্যাল কলেজের আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৬৬ জন এবং হোম আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ২৯ জন। মোট সুস্থ হয়েছেন ৯৫ জন।