আটককৃতরা হলেন, গোপালগঞ্জের কাশিয়ানী থানার মো. হাসান আলী খানের ছেলে জালাল উদ্দিন (৩৬) ও টাংগাইলের গোপালপুর থানার বেড়া-ডাকুরী গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে রাসেল মিয়া (২২)।
বুধবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জামালপুর ক্যাম্প ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম.এম. সবুজ রানা বিষয়টি নিশ্চিত করছেন।
র্যাব-১৪, সিপিসি-১, প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, এমবিবিএস ডাক্তার না হওয়া সত্ত্বেও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা প্রদান করে আসছিল জালাল উদ্দিন।
গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্প র্যাবের একটি দল সরিষাবাড়ির পিংনা বাজারস্থ জালাল ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে জালাল উদ্দিন ও তার সহযোগী রাসেল মিয়াকে আটক করে। তাদের বিরুদ্ধে সরিষাবাড়ি থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।