অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮ ড্রেজার মেশিন ধ্বংস

 

অভিযান শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে স্যালো মেশিন চালিত ৮টি মিনি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম এই অভিযান পরিচালনা করেন। 

জানা গেছে, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার বালু মহালের অর্ন্তভুক্ত নয় ভোগাই নদী এলাকার তন্তর ও হাতিপাগার গ্রামের নদীর তীর ভেঙে স্যালো মেশিন চালিত ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল কতিপয় বালু ব্যবসায়ী। এতে করে তন্তর গ্রামের নদী তীরবর্তী বাসিন্দাদের
কৃষিজমি, বসতবাড়ি ও কাঠের বাগান নদীগর্ভে বিলীন হতে চলেছিল। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে টাস্কফোর্স অভিযান চালিয়ে ৮টি স্যালো মেশিন চালিত মিনি ড্রেজার মেশিন জব্দের পর ধ্বংস করে।

অভিযানের সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা দ্রুত সটকে পড়ে। অভিযানকালে পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।