সরিষাবাড়ী পৌর নির্বাচন

স্বতন্ত্র মেয়রপ্রার্থীর ওপর হামলার অভিযোগ

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও আসন্ন পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়রপ্রার্থী ফজলুল হক খানের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে সরিষাবাড়ি পৌরসভার বাউসি পপুলার এলাকায় হামলার এ ঘটনা ঘটে। মেয়রপ্রার্থী নিজেই এ অভিযোগ করেন।

প্রাথমিক প্রতিক্রিয়ায় ফজলুল হক খান জানান, বেলা ১১টার দিকে তিনি একটি জানাজা নামাজে যান। এ সময় তিনি কিছু বুঝে ওঠার আগেই অতর্কিতে তার ওপর হামলা করা হয়। ক্ষমতাসীন দলের স্থানীয় লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি দাবি করেন।

এ ব্যাপারে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির উদ্দিন বলেন, ‘আমি ওই সময়ে সেখানে ছিলাম না। আমি আরাম নগরে একটি মিটিংয়ে ছিলাম। আমার কোনও লোকজনও সেখানে ছিল না। পরে শুনেছি, মেয়রপ্রার্থী ফজলুল হক খান তার ছেলেকে পাওনা টাকার জন্য বাকাঝকা শুরু করেন। এ সময় কিছু লোক তাকে হয়তো মারধর করতে পারে। কিন্তু তিনি এখন বলছেন আমার দলের লোক তার ওপর হামলা করেছেন।’

উল্লেখ্য, তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি সরিষাবাড়ী পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আরও অংশ নিচ্ছেন বিএনপির প্রার্থী উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন (ধানের শীষ) এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী পৌর বিএনপির সহ-সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র ফজলুল হক খান (নারিকেল গাছ)।