ময়মনসিংহে একটিতে আ. লীগ, দুটিতে বিদ্রোহী প্রার্থী মেয়র নির্বাচিত

তৃতীয় ধাপের পৌরসভা সাধারণ নির্বাচনে ময়মনসিংহের একটিতে আওয়ামী লীগ ও দুইটিতে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকাল ৪টায় শেষ হয়। ভোট গণনা শেষে জেলা রিটার্নিং অফিসার দেওয়ান সারওয়ার জাহান ফল ঘোষণা করেন।

জেলা রিটার্নিং অফিসার জানান, ভালুকা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ডা. এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম ১৩ হাজার ৭৯৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনিত হাতেম খান পেয়েছেন চার হাজার ১০৯ ভোট।

গৌরীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রফিকুল ইসলাম সাত হাজার ৮৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত শফিকুল ইসলাম হবি পেয়েছেন সাত হাজার ২৬৬ ভোট।

ঈশ্বরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার ৯ হাজার ৩৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত হাবিবুর রহমান পেয়েছেন সাত হাজার ৯৬০ ভোট।