পুলিশের গাড়ি ভাঙচুর

বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে হেফাজত ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে নেত্রকোনায়। রবিবার (২৮ মার্চ) সকাল ৭টা থেকে হরতালের সমর্থনে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হেফাজত ইসলামের নেতাকর্মীরা পিকেটিং করে, রাস্তায় টায়ারে আগুন দেয় ও গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

এছাড়াও শহরের শিবগঞ্জ এলাকায় পিকেটিং করার সময় একটি পুলিশ ভ্যানে ইটপাটকেল মেরে গাড়ির সামনের গ্লাস ভেঙে দেওয়া হয়। জোহরের নামাজের পর শহরের জামিয়া মিফতাহুল উলুম মাদরাসার সামনে হরতালের সমর্থনে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে হেফাজত। এ সময় বক্তব্য রাখেন হেফাজত ইসলামের নেতা মাওলানা আব্দুল কাইয়ুম, মুফতি তাহের কাসেমী, মাওলানা আবুল কাশেমসহ অন্যরা। পরে তারা কেন্দ্রীয় ঘোষণা না হলে আর কোনও কর্মসূচি দেওয়া হবে না বলে জানান। হরতাল চলাকালে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা ছিল।

জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সি জানান, শহরের কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, পুলিশের গাড়িতে কারা যেন ইটপাটকেল মেরেছে। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।