অবৈধ ড্রেজার মেশিন পুড়িয়ে দিলেন ইউএনও

জামালপুরের ইসলামপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের দায়ে একটি অবৈধ ড্রেজার মেশিন পুড়িয়ে ও ৪০০ মিটার পাইপ ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ নতুন পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম জানায়, পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ নতুন পাড়া এলাকার ব্রহ্মপুত্র নদী থেকে শ্যালো ইঞ্জিনচালিত ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে বিপ্লব নামের কথিত এক ব্যক্তি বালু উত্তোলন করে তা বিক্রি করে আসছিল। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে আকস্মিক অভিযান চালান। অভিযানে শ্যালো ইঞ্জিনচালিত ড্রেজারের মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে বালু নেওয়ার ২০টি ৪০০ মিটার পাইপগুলোও ভেঙে ফেলা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম জানান, বালু উত্তোলনকারীরা পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এসব অবৈধ কর্মকাণ্ডের বিষয়ে উপজেলা প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে থাকবে।