ময়মনসিংহে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

ময়মনসিংহে পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু ও দুইজন আহত হয়েছেন। বুধবার (১১ আগস্ট) দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৩টার মধ্যে বজ্রপাতে এসব হতাহতের ঘটনা ঘটে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিকাল সাড়ে ৩টার দিকে রাজগাতী ইউনিয়নের উলুহাটি গ্রামের জালাল উদ্দিনের পুত্র রবীন মিয়া (১৫) ও কৃষি শ্রমিক দুলাল উদ্দিন মাঠে কৃষিকাজ করতে গেলে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত দেখে বাড়ি ফেরার পথে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই রবিন মারা যান এবং দুলাল উদ্দিন আহত হন।

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, দুপুর আড়াইটার দিকে ফুলপুর উপজেলার নারকেলি গ্রামে আবুল হোসেনের পুত্র দেলোয়ার হোসেন (৩৯) মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান।

ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া জানান, দুপুর আড়াইটার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার আশ্রফপুর গ্রামে আমন ধান লাগানোর সময় বজ্রপাতে ঘটনাস্থলেই আসির উদ্দিনের পুত্র রুবেল মিয়া (১৭) মারা যান। এ সময় গুরুতর আহত কৃষি শ্রমিক বকুল মিয়াকে (৫০) উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।