ময়মনসিংহ মেডিক্যালে একদিনে আরও ১০ মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় আরও ১০ জন মারা গেছেন। এর মধ্যে চার জন করোনা পজিটিভ, বাকি ছয় জন উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনায় মারা যাওয়াদের মধ্যে চার জনই ময়মনসিংহের বাসিন্দা। এছাড়া করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহের পাঁচ ও জামালপুরের একজন রোগী মারা গেছেন। 
 
১০ জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। 

বুধবার (২৫ আগস্ট) সকালে তিনি জানান, নতুন করে ২৮ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ১৯৮ জন এবং আইসিইউতে ১১ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ২৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৮০০টি নমুনা পরীক্ষায় ১৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ২১.২৫। জেলায় করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ২০ হাজার ৭২০ জন এবং সুস্থ হয়েছেন ১৭ হাজার ৫০৬ জন।