ময়মনসিংহ মেডিক্যালে একদিনে আরও ৫ মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনায় ও উপসর্গ নিয়ে চার জন মারা গেছেন। মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার চার জন এবং নেত্রকোনা জেলার এক রোগী রয়েছেন। মারা যাওয়াদের মধ্যে চার জন নারী ও একজন পুরুষ।

 সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি আরও বলেন, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ২৩ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৪২ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে সাত জন চিকিৎসাধীন আছেন। এছাড়া সুস্থ হয়ে ১৮ জন হাসপাতাল ছেড়েছেন।

এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ৩৯৮ টি নমুনা পরীক্ষায় ৩১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ দশমিক ৭৮ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট ২১ হাজার ৩৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭৩৯ জন।