ময়মনসিংহে বেড়েছে শনাক্তের হার

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৮৩টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার বেড়ে হয়েছে শতকরা ১১.২৩।

মারা যাওয়াদের একজন করোনায় এবং তিন জন উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনায় ময়মনসিংহের একজন এবং উপসর্গ নিয়ে ময়মনসিংহের এক ও জামালপুরের দুই জনের মৃত্যু হয়।

হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন, হাসপাতালে নতুন করে আট রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ১০৫ জন এবং আইসিইউতে ছয় রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ১৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, ২৪ ঘণ্টায় ৩৮৩টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার বেড়ে হয়েছে শতকরা ১১.২৩। জেলায় করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ২১ হাজার ৪৯৯ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ১৭২ জন।